সতর্কতাঃ মনে রাখুন! এ বায়োডাটাটি আপনার আয়না স্বরূপ! তাই আপনার বক্তব্যে সত্যতা, সাবলীলতা ও সুন্দর উপস্থাপনা দক্ষতা রাখা উচিত। বাংলায় বা ইংরেজিতে গুছিয়ে স্পষ্ট ও নির্ভূল বানানে লিখার চেষ্টা করুন। ইংরেজি বর্ণে বাংলা লেখা পরিহার করুন, বাংলিশে লিখলে বায়োডাটাটি এপ্রুভ করা হবে না। বায়োডাটা পাবলিশ করার পর এডিট করলে আনপাবলিশ হয়ে যায় পুনরায় পাবলিশ করার জন্য আবার রিকোয়েস্ট পাঠান, পাবলিশ করে দেয়া হবে। বায়োডাটা পাবলিশ করার পূর্বে ভেরিফিকেশনের জন্য মোবাইল করা হয় তাই আপনার ও আপনার অভিভাবকের সচল (ফোন করলে পাওয়া যাবে এমন) মোবাইল নাম্বার প্রদান করুন। ভেরিফিকেশন করেই বায়োডাটা পাবলিশ করা হবে। আপনার বায়োডাটা পাবলিশ করা হয়েছে কি না তা জানতে লগ-আউট অবস্থায় আপনার বায়োডাটা নম্বর দিয়ে খুজুন, যদি খুঁজে পান তাহলে বুঝবেন আপনার বায়োডাটা পাবলিশ করা হয়েছে।
নাম নেয়া হচ্ছে ভেরিফিকেশনের জন্য, পূর্ণ নাম লিখবেন। আপনার নাম পাবলিকলি প্রকাশ করা হবে না।
লগইন ব্যবহারকারীর নাম (Email or Mobile Number) হিসাবে ব্যবহার করুন
পাসওয়ার্ড মিনিমাম ৮ ডিজিট হতে হবে
আপনার মোবাইল নাম্বার লিখুন। এই মোবাইল নাম্বারে SMS পাঠানো হবে।
স্থায়ী ঠিকানা যে জেলার আওতাধীন
স্থায়ী ঠিকানা যে উপজেলার আওতাধীন
আপনার স্থায়ী ঠিকানা পাবলিকলি প্রকাশ করা হবে না।
বর্তমান ঠিকানা যে জেলার আওতাধীন
বর্তমান ঠিকানা যে উপজেলার আওতাধীন
আপনার বর্তমান ঠিকানা পাবলিকলি প্রকাশ করা হবে না।
পেশার নাম সংক্ষেপে লিখুন
আপনার ছবি আপনার অনুমতি ছাড়া কেউ দেখতে পারবেনা। ২MB সাইজের বেশি ছবি আপলোড করা যাবেনা। ছবি আপলোড না করলেও চলবে।
আলিয়া/মাধ্যমিক/কারিগরি/ইংরেজি মাধ্যমে শিক্ষিতরা "জেনারেল" অপশন সিলেক্ট করুন।
শিক্ষার বিষয়, প্রতিষ্ঠানের নাম, পাসের সন ইত্যাদি বিস্তারিত লিখবেন। কিছু না থাকলে ঘরটি ফাঁকা রাখবেন।
পিতার পূর্ণ নাম লিখবেন, নাম নেয়া হচ্ছে শুধুমাত্র ভেরিফিকেশনের জন্য। আপনার পিতার নাম বায়োডাটা পাবলিশ করার সময় প্রকাশ করা হবে না। অর্থাৎ আপনি এবং ওয়েবসাইট কতৃপক্ষ বাদে কেউ এই নাম দেখতে পাবে না।
মাতার পূর্ণ নাম লিখবেন, নাম নেয়া হচ্ছে শুধুমাত্র ভেরিফিকেশনের জন্য। আপনার মাতার নাম বায়োডাটা পাবলিশ করার সময় প্রকাশ করা হবে না। অর্থাৎ আপনি এবং ওয়েবসাইট কতৃপক্ষ বাদে কেউ এই নাম দেখতে পাবে না।
মৃত হলে প্রথমে (মৃত) লিখার পর পেশা লিখবেন। যেমনঃ (মৃত) ব্যবসায়ী ছিলেন।
মৃত হলে প্রথমে (মৃত) লিখার পর পেশা লিখবেন। যেমনঃ (মৃত) গৃহিনী ছিলেন।
জানাতে অনিচ্ছুক হলে ঘরটি ফাঁকা রাখুন।
জানাতে অনিচ্ছুক হলে ঘরটি ফাঁকা রাখুন।
সংক্ষেপে বর্ণনা করুন।
অর্থাৎ কয় বছর/মাস যাবত ৫ ওয়াক্ত নামায শুরু করেছেন।
যেমনঃ তাবলীগ ইত্যাদি।
যদি হয়ে থাকেন তাহলে পীরের নাম এবং তরিকার নাম লিখবেন।
নিজের পছন্দ-অপছন্দ, শখ-ইচ্ছা, দ্বীনী-দুনিয়াবী ইত্যাদি বিষয় বিস্তারিত লিখতে হবে। কারণ এই লেখা পড়ে পাঠক আপনার সম্পর্কে সাধারণ ধারণা লাভ করবে।
সংক্ষেপে বর্ণনা করুন।
আপনার কোনো শর্ত বা উপরে লিখার সুযোগ হয় নি এমন কিছু জানানোর থাকলে এই ঘরে লিখতে পারেন। যেমনঃ ছাত্র অবস্থায় বিয়ে করলে কিভাবে ভরণপোষণ করবেন বা সংসার চালাবেন, মোহরানা সম্পর্কে কোনো শর্ত থাকলে, পারিবারিক বা ব্যক্তিগত কোনো সুবিধা বা অসুবিধা ইত্যাদি ইত্যাদি যে কোনো বিষয়ে যত ইচ্ছা লিখতে পারবেন। যদি কিছুই না লিখতে চান, তাহলে ঘরটি ফাঁকা রাখবেন।
এই পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ। সময় নিয়ে বিস্তারিত লিখুন। কোন বিশেষ শর্ত থাকলে তা-ও লিখতে পারেন।
অবশ্যই ইংরেজীতে নাম্বার লিখবেন এভাবে 01700-000000। বিঃদ্রঃ নিজের নাম্বার দিলে ভেরিফিকেশনে এপ্রুভ হবে না। এই ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোর। সব সময় খোলা থাকবে এমন নাম্বার লিখবেন। নাম্বার বন্ধ থাকার আশংকা থাকলে দুইটি নাম্বার লিখতে পারেন।
যে অভিভাবকের নাম্বার দিয়েছেন তার সাথে আপনার সম্পর্ক। এভাবে লিখবেনঃ বাবা
এনির্ভুলভাবে লিখুন।
ভেরিফিকেশন বা অন্য যে কোনো প্রয়োজনে ওয়েবসাইট কতৃপক্ষ থেকে আপনাকে কল দেয়ার প্রয়োজন হতে পারে। তাই আপনার নাম্বার আমাদের কাছে রাখা হচ্ছে। এই নাম্বার বায়োডাটাতে প্রকাশ করা হবে না। অর্থাৎ আপনি এবং কতৃপক্ষ বাদে অন্য কেউ দেখতে পাবে না।
Chat