1. দ্বীন ম্যাট্রিমোনি একটি ইসলামিক অনলাইন ম্যাট্রিমোনি প্ল্যাটফর্ম, যেখানে আপনি শার’ইয়াহ অনুমোদিত পন্থায় দ্বীনি ভাই-বোনদের জন্য উপযুক্ত পাত্র-পাত্রী খুঁজে পেতে সাহায্য পাবেন, ইন শা আল্লাহ। আমাদের ওয়েবসাইটে আপনি বিনামূল্যে একটি একাউন্ট খুলতে পারবেন। একাউন্ট খোলার পর আপনাকে আপনার বায়োডাটা জমা দিতে হবে। বায়োডাটা সাবমিট করার পর তা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে। এরপর আপনি আমাদের ডাটাবেজ থেকে পেশা, বয়স, বৈবাহিক অবস্থা, পাত্রের দাঁড়ি আছে কিনা, পাত্রী পর্দা করে কিনা, ইত্যাদি বিষয়গুলো দিয়ে জেলা ও উপজেলা ভিত্তিক ফিল্টার করে উপযুক্ত পাত্র-পাত্রী খুঁজে নিতে পারবেন। পছন্দ হলে ওয়েবসাইটের মাধ্যমেই পাত্র-পাত্রী একে অপরকে ভার্চুয়াল বিয়ের প্রস্তাব পাঠাতে পারবেন। প্রস্তাব পাঠানোর সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পাত্র/পাত্রীকে তাদের মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে প্রস্তাবের তথ্য পাঠিয়ে দেওয়া হবে। যদি দুই পক্ষই প্রস্তাব গ্রহণ করে, তাহলে তারা চাইলে ছবি দেখার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন। অন্যদিকে, যদি কেউ ভার্চুয়াল প্রস্তাব না পাঠিয়ে সরাসরি অভিভাবকের সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে সে ক্ষেত্রে বায়োডাটা সাবমিট না করেও আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে অভিভাবকের মোবাইল নম্বর সংগ্রহ করতে পারবেন যখন উভয় পক্ষ তাদের নিজ নিজ লগইন প্যানেল থেকে ভার্চুয়াল প্রস্তাব গ্রহণ করবেন, তখন অভিভাবকদের মোবাইল নম্বর উন্মুক্ত হয়ে যাবে, এবং তাদের উভয়ের প্যানেলে দেখাবে। পরবর্তী ধাপে, অভিভাবকেরা নিজেরা পরস্পরের সাথে যোগাযোগ করে যাচাই-বাছাই করবেন, এবং ইসলামের বিধান অনুযায়ী বিয়ের সিদ্ধান্ত গ্রহণ করবেন ইন শা আল্লাহ।
  1. দ্বীন ম্যাট্রিমোনি শুধুমাত্র মুসলিমদের জন্য একটি ইসলামিক ম্যাট্রিমোনি প্ল্যাটফর্ম। সকল ইসলামী চেতনা সম্পন্ন মুসলমানদের জন্য উন্মুক্ত । তবে আমাদের প্ল্যাটফর্মে বায়োডাটা জমা দেওয়ার জন্য যেসব মুসলিম ব্যক্তি ইসলামের মৌলিক ফরজ বিধান মেনে চলেন, স্পষ্ট শিরক ও কুফর থেকে মুক্ত, এবং সুন্নাহ মোতাবেক জীবনযাপন ও বিবাহে আগ্রহী—তাদের বায়োডাটা গ্রহণযোগ্য হবে। আমরা চাই পাত্র-পাত্রীরা বিবাহকে ইবাদাত মনে করে হারাম ও অনৈসলামিক কর্মকাণ্ডমুক্ত পরিবেশে বিবাহ সম্পন্ন করুক। যৌতুকপ্রথাকে ঘৃণা করা এবং ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়াই আমাদের উদ্দেশ্য। বাংলাদেশের প্রচলিত আইনের আলোকে, মেয়েদের ন্যূনতম বয়স ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর না হলে বায়োডাটা গ্রহণযোগ্য হবে না।
  1. বিয়েকে সহজ করার উদ্দেশ্যে আমরা সবচেয়ে কমমূল্যে এই সেবা দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ । আমাদের ওয়েভসাইটি ব্যবহারে জন্য ফ্রি প্যাকেজ সহ তিনটি প্যাকেজে রয়েছে । প্যাকেজ সম্পর্কে জানতে মূলনিধারন পেইজটি দেখুন ।
  1. আমরা একমাত্র আমাদের ওয়েভসাইটের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট নিয়ে থাকি । আমাদের ওয়েভসাইটে পেমেন্ট অফশনে গিয়ে ডিজিটাল মাধ্যমে বিকাশ , নগদ , সিটি ব্যাংক, ভিসা কার্ড এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ।
  1. দ্বীন ম্যাট্রিমোনিতে ওয়েভসাইটিতে আপনার নাম ও যোগাযোগ নাম্বার , ইমেইল পরিচয় গোপন থাকবে । এছাড়া বায়োডাটার বাকী যেকোন তথ্য যে কেউ পড়তে পারবে । আপনার যোগাযোগ তথ্য সামাজিক বা গণ মাধ্যমে প্রকাশ করা হবে না
  1. আমাদের ওয়েভসাইটিতে ছবি আপলোড দিলে সেটা পাবলিকলি কেউ দেখতে পারবেনা । শুধুমাত্র আপনি যাকে ছবি দেখার অনুমতি দিবেন , সেই শুধু আপনার ছবি দেখতে পারবে । আমাদের কাজের অভিজ্ঞতার আলোকে বলতে পারি বিবাহের প্রয়োজনে পাত্র ও পাত্রী এক আরেক জনকে প্রাথমিক পছন্দদের জন্য ছবি দেখাটা খুবই গুরত্বপূন । আপনি যার প্রস্তাব গ্রহন করবেন , শুধু মাত্র সেই আপনাকে ছবি দেখার জন্য অনুরোধ পাঠাতে পারবেন । তবে, যারা কেবল ও কেবলমাত্র পর্দার কথা চিন্তা করেন, মাহরাম-গাইরমাহরাম মেনে চলেন, সাধারণত ছবি তোলেন না, তাদের ক্ষেত্রে পাসপোর্ট ছবির মত ছবি দিলেই হবে; যেমনটা প্রতিষ্ঠানিক প্রয়োজনে স্কুল/ ভার্সিটি/ জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট ইত্যাদি কাজের জন্য দিয়ে থাকেন। তবে ছবি দেওয়া বা না দেওয়া এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার । উল্লেখ্য কারো ব্যক্তিগত তথ্য মোবাইল নম্বর, ছবি, বাসার ঠিকানা বা পরিচয় প্রকাশ পায় এমন তথ্য আমরা কোন গন-মাধ্যম বা সামাজিক মাধ্যমে দেই না।
  1. ওয়েভসাইটের মাধ্যমে পাত্র-পাত্রী একে ওপরকে ভারচুয়াল বিয়ের প্রস্তাব পাঠাতে পারবেন । এছাড়াও ওয়েভসাইটে মাধ্যমে প্রস্তাব না দিয়ে পাত্র-পাত্রীর অভিভাবক পক্ষের সাথে সারাসরি নিজেরা যোগাযোগ করে প্রস্তাব দিতে চাইলে এক্ষেত্রেও অবশ্যই আপনার বায়োডাটা আামাদের ওয়েবসাইটে জমা দিতে হবে । তারপর আমাদের সাথে যোগাযোগ করতে হবে ।
  1. বিয়ে পরবর্তী কোন জটিলতার দায় দ্বীন ম্যাট্রিমোনি নিবে না । আমাদের ওয়েভসাইটে যে কোন মুসলিম ভাই বোন বায়োডাটায় যে তথ্য দিয়ে তাদের একাউন্ট খুলে , আামাদের পক্ষে কারো তথ্য সত্য-মিথ্যা যাচাই করা সম্ভব নয় । পাত্র ও পাত্রী কোন তথ্য গোপন করলে তাও যাচাই করা সম্ভব নয় । বিয়ের পূর্বেই পাত্র ও পাত্রী পক্ষকে নিজ দায়িত্বে খোজ খবর নিতে হবে । বিয়ে পরবর্তী কোন সাংসারিক বা আইনি জটিলতায় দ্বীন ম্যাট্রিমোনি কোন ভূমিকা পালন করবে না এবং দায় গ্রহন করবে না।
  1. আমাদের ফেসবুক ও ইন্সাগ্রাম পেইজ , ওয়েবসাইট , ইমেইল , ও ফোনে যোগাযোগ করতে পারবেন । এই মাধ্যমগুলো আমাদের সবচেয়ে দ্রুত ও নিবিড় সেবা দিতে সহায়তা করে।
  1. দ্বীন ম্যাট্রিমোনি সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক এবং সেবা বাবদ ফি সেটাও আমারা অনলাইনে পেমেন্ট নিয়ে থাকি
  1. জ্বী অবশ্যই । কেউ যদি নিজের ও অভিভাকের মোবাইল নম্বর না দেয় আমারা ওই বায়োডাটা ওয়েভসাইট পাবলিশ করবো না । কারন বায়োডাটা পাবলিশ করার আগে আমরা মোবাইলে কথা বলে ভেরিফিকেশন করি । এছাড়াও পাত্র- পাত্রী যখন প্রস্তাব গ্রহণ করবে উভয়ই শুধুমাত্র একজন আরেক জনের অভিভাক মোবাইল নম্বরটি দেখতে পারবেন ।
  1. বায়োডাটা পাবলিশ হওয়ার পর যে কোন সময় এডিট করতে পারবেন তবে আবার এডিট করলে বায়োডাটা অটোমেটিক আনপাবলিশ হয়ে যাবে , তখন আপনাকে আমাদের জানতে হবে , আমরা আমরা আবার পাবলিশ করে দিব । বায়োডাটা ডিলেট করতে চাইলে আপনি নিজেই যে কোন সময় বায়োডাটা আনপাবলিশ করতে পারবেন ।
  1. পাত্র-পাত্রীর অভিভাবক পক্ষের সাথে সারাসরি নিজেরা যোগাযোগ করে প্রস্তাব দিতে চাইলে এক্ষেত্রে অবশ্যই আপনার বায়োডাটা আামাদের ওয়েবসাইটে জমা থাকতে হবে তারপর আমাদের সাথে যোগোযোগ করলে অভিভাবকের যোগাযোগের নম্বরটি আপনাদের দিব ।
Chat